গুগলের ওয়্যারেবল আন্ড্রয়েড ওয়্যার 2.0 স্মার্ট ঘড়ির বাজারে আসার গুজব

একটি নতুন গুজব ছড়িয়েছে যে ২০১৭ এর মার্চের মধ্যে গুগল তার প্রথম আন্ড্রয়েড ওয়্যার 2.0 স্মার্ট ঘড়ি বাজারে আনছে । বছরের শুরুতেই কোম্পানিটি তার স্মার্ট ঘড়ির অপারেটিং সিস্টেমের ২য় প্রধান ভার্সন প্রথমবারের মতো প্রকাশ করে, কিন্তু এটা কোন নিশ্চিত পরিকল্পনা ছিল না যে নিজস্ব ওয়্যারেবল ডিভাইসে অপারেটিং সিস্টেম চালু হবে ।
গুজবটি ছড়াই ইন্টারনেট গ্যাজেট খবর এর প্রাক্তন কর্মী ইভান ব্লাসের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে , যা "evleaks", নামে পরিচিতব্লাস তার টুইটারে গুগলের স্মার্ট ঘড়ি নিয়ে বিস্তারিত কিছু লিখেনাই ।
মাস খানেক আগে থেকে গুগলের স্মার্ট ঘড়ির গুজব
টি ইন্টারনেটে ছিল কিন্তু তার সবই ছিল অসমর্থিত সুত্র থেকে পাওয়া । বিষয়টি এমন যে আপনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন
কোম্পানিটির আন্ড্রয়েড ওয়্যার 2.0 সম্পর্কে বিস্তারিত

Comments