Android এর গুগল Play Store কাস্টমারদের Satisfaction এর জন্য মেটাডাটা নিয়মে পরিবর্তন ।


Android এর গুগল Play Store কনটেন্ট পাবার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য Source  । কিন্তু এটা সত্যি যে কিছু ডেভেলপার তাদের App  গুগল এ দেয়ার সময় কিছু নিয়ম যথাযত ভাবে পালন করেনা এ কারনে সার্চ জায়ান্ট মেটাডাটা Rule page এ উদাহারন সহ একটি আপডেট করে যে কিভাবে আপনি আপনার অ্যাপস কে কি করে আরও প্রাসঙ্গিক ও সঠিক ভাবে করবেন ।

ডেভেলপারকে অবশ্যই নিচের বিষয়গুলিতে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে

 নিয়মগুলির ব্যাতয় ঘটলে আপনার অ্যাপস ডাউন হয়ে যেতে পারে । এই বিষয় টা  আপনার অ্যাপস কে কম বিভ্রান্তিকর, অপ্রাসঙ্গিক, অত্যধিক বা অনুপযুক্ত করা থেকে বিরত রাখে
গুগল তার ডেভেলপারদের তার ব্যবহারকারীর প্রশংসাপত্র, অত্যধিক বিবরণ, অন্যান্য অ্যাপ্লিকেশন এবং পুনরাবৃত্তিমূলক অত্যধিক, বা অপ্রাসঙ্গিক কিওয়ার্ড বিভ্রান্তিকর রেফারেন্স এড়াতে অনুরধ করে ।
 

নিম্নে সতর্কতা সহ কিছু উদাহারন দেয়া হল: 

বিস্তারিত

Comments