বদলিকৃত সামসাং গ্যালাক্সি নোট ৭ এ আগুন



বিমান আরহন কালে সামসাং গ্যালাক্সি নোট ব্যাবহারে নিষেধ করা হয়েছে, কারণ বিমানে আগুন লাগুক এমন কিছু আমরা চাইনা, ঠিক ?

সাউথ ওয়েস্ট এয়ার লাইন এর ফ্লাইটে গ্যালাক্সি নোট এর বদল করা মোবাইল টা জ্বলে যায় যা অন্তত নিরাপদ হবার কথা ছিল এটা আসলে কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বদলি ফোন গুলির কিছু ঘটনা আরও গভীর যা KSTP সংবাদ melting phone in Farmington, Minnesotaনামে একটি প্রতিবেদনে প্রকাশিত হয় ডিভাইসটি বদল করা ছিল এবং নিরাপদ বলেই ভাবা হয়েছিল , কিন্তু এটি একটি কিশোরের হাতে গলে যায় এবং তার বৃদ্ধাঙ্গুলির কিছু অংশ পুড়ে যায়

Nicholasville, Kentucky তে এরকম কিছু আকস্মিক ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে বলা হয় গত মঙ্গলবার এক ব্যক্তির বদলিকরন ইউনিটটিতে আগুন ধরে যায় ফোন টা তার ঘরে রাখা ছিল এবং তা চার্জরত অবস্থায় ছিল না এবং কোন রকম ব্যবহার করা হচ্ছিলনা গালাক্স্ নোট ব্যবহারকারি হঠাৎ তার ঘরে ধোঁয়া অনুভব করে এবং এই পরিস্থিতিতে তার গ্যালাক্সি নোট ফোন নিতে যায় সেদিনের পর থেকে সে তীব্র শ্বাসপ্রদাহ জনিত সমস্যায় ভুগেছে



Comments