সামসাং গ্যালাক্সি সি ৯ এরপ্রো ভার্সনের ফটো ফাঁস ।

সামসাং একটি স্মার্টফোন আনছে যার মডেল নাম্বার SM-C9000, সামসাং গ্যালাক্সি সি৯ এর কথাটি প্রকাশ পায় TENAA এর ওয়েবসাইটে । যেখানে হ্যান্ড সেটের কিছু ছবি ও এর ফিচার দেয়া আছে ।

ফোনের ডিজাইন বিচার করলে এটি নিরাপদ এবং এর পূর্বসূরিদের  গ্যালাক্সি সি৫,সি৭ এর একটি ভার্সন । TENAA তার ওয়েবসাইটে Galaxy C9 নিয়ে যা উল্লেখ করেছে তা 
হল ঃ


ফিচার

সি৭

সি৯

ডিসপ্লে
৫.৭ ইঞ্চি
৬.০ ইঞ্চি
রেজুলেশান
১০৮০*১৯২০পিক্সেল
১০৮০*১৯২০পিক্সেল
ডাইমেনসান
১৫৬.৬*৭৭.২*৬.৮মি.মি.
১৬২.৯*৮০.৭*৬.৯মি.মি.
প্রসেসর
স্নাপড্রাগন ৬৫২
স্নাপড্রাগন ৬৫২
       র‍্যাম
৪ জি.বি
৬ জি.বি
OS
আন্ড্রয়েড ভি৬.০.১ মার্সমালও
আন্ড্রয়েড ভি৬.০.১ মার্সমালও
জি.পি.ইউ
আড্রিনো ৫০৬
আড্রিনো ৫১০
ক্যামেরা
১৬এম.পি/৮ এম.পি
১৬এম.পি/১৬ এম.পি

এছারাও সি৯ 4G সাপোর্ট করবে এবং হোম বাটনে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকবে । TENAA এর ওয়েবসাইটের ছবিগুলোতে নতুন এন্টেনা ডিজাইন এর উপর বেশি মনোযোগ দেয়া হয়েছে।

Comments