মজার ১০টি আন্ড্রয়েড রিদমিক গেম

রিদমিক গেমগুলো অনেক দিন ধরেই বাজারে আছে আর গেমগুলোর কথা মনে হলেই আমদের মন আনন্দে নেচে ওঠে। রক ব্যান্ড এবং গিটারের হিরর মতোই গেমগুলো এগুলো জনপ্রিয় । আন্ড্রয়েড ১০ টি জনপ্রিয় রিদমিক গেমগুলো নিয়ে আজ আপনাদের জানাবো ।

বেটস, অ্যাডভাঞ্চ রিদম গেমঃ মূল্য(ফ্রী)যে কোন কোন অ্যাপ এর সাথে

বেটস একটি জনপ্রিয় রিদমিক গেম যা আপনি ফ্রী পাবেন । ২০১৪ইং সালে ডেভেলপার এই গেমের অ্যাপটি ডেভলপ করেছিল এবং অতি সম্প্রতি তারা আবার এটার আপডেট ভার্সন এনেছে । তারা বলছে এটি সবচেয়ে সলিড গেম গুলোর একটি । এখনে ব্যবহার করা হয়েছে classic DDR Style Controls যেখানে আপনি Directional Buttons এর দ্বারা গানের বিট এর সাথে সাথে হিট করতে পারবেন ।

বেটাএক্সঃ মূল্য(ফ্রী)যে কোন কোন অ্যাপ এর সাথে

বেটাএক্স আন্ড্রয়েডের গেম গুলির মাঝে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ধরা হয় । এখনেও ব্যবহার করা হয়েছে classic DDR Style Controls যেখানে আপনি Directional and Hold Buttons । আপনি এখানে একা,দুজন এবং split-screen এ একাধিক প্লেয়ার সহ খেলতে পারবেন । আপনি আপনার নিজের রিদমিক.....

Comments