মোবাইলে সোলার প্যানেল প্রযুক্তির প্রয়োজনীয়তা ও ব্যবহার


আমরা এখন অনেকটাই স্মার্টফোন নির্ভর হয়ে পড়েছি । স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম হিসাবে নয় আমাদের অনেক সুবিধাই দিচ্ছে । কিন্তু স্মার্টফোন এর একটি বড় সমস্যা হল এর চার্জ দীর্ঘ সময় থাকেনা ।

এমনকি বাজারের সবচেয়ে নতুন ফোন অনেক ফিচার নিয়ে আসলেও সমস্যাটির কোন সমাধান আসছেনা । যদি দিন পার হবার পরেও যদি আপনার ফোনে চার্জ দেবার দরকার না হয় তাহলে আপনি নিজেকে ভাগ্যবানদের একজন ভাবতেই পারেন ।
কিন্তু এখানে সমাধানের একটি উপায় আসছে । 

আমরা বাড়ি এবং অফিস ভবনেফোটোভোলটাইক (সৌর)ডটেড প্যানেল ব্যবহার 
করছি এবং বিদ্যুতের ওপর আমাদের চাহিদা কমিয়ে আনছি। 
একই ভাবে অ্যাপেল এবং সামসাং এর মত বড় নির্মাতারা চেষ্টা করছে সোলার 
ভিত্তিক মোবাইল ফোন তৈরি করতে 
 
আপনি উপলব্ধি করতে পারছেন যদি গবেষণা সফল হয় তবে ফোনের চার্জ নিয়ে
আমাদের চিন্তা আর থাকবেনা বললেই চলে ।রোদে বাইরে ফোন দেখতে আমাদের
ফোনের ব্রাইটনেস বাড়াতে হয় । যদি গবেষণা সফল হয় তবে সেট নিয়ে রোদে 
চলতে আমদের সমস্যা হবে না ।
 
বিস্তারিতঃ

Comments