একটি দরজা বন্ধ হবে অন্য
আর একটি খুলবে। সামসাং গ্যালাক্সি নোট ৭ সম্ভবত চলেই যাচ্ছে, কিন্তু সবই যে খারাপ
সংবাদ তা নয় কারণ এখন আমাদের মাতাতে আসছে এইচটিছি ১০। তাইওয়ানি এই প্রস্তুতকারিরা বিগত
কয়েক বছর থেকেই যৌক্তিক ভাবেই HTC 10 ফোনটিকে বাজারের
সেরা ফোন হিসেবেই বিক্রয় করেছে ।
বিক্রয়ের দিক থেকে এখন
অক্টোবর ২০১৬ ইং, আপনি চারটি রঙের HTC 10 পাবেন $549 ডলারে যদিও এর
প্রকৃত মূল্য $699 ডলার। এই অফারটি
সরাসরি এসেছে HTC এর ওয়েবসাইট থেকে ।
Comments
Post a Comment