গালাক্স্য NXT নিয়ে আসছে সামসাং


Samsung যখন গ্যালাক্সি নোট ৭ সমস্যা নিয়ে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার প্রস্তুতকারক এই কোম্পানি আমাদের কিছু চলেছে । এমনকি সামসাং ইন্ডিয়া তাদের টুইটারে upcoming Galaxy  নিয়ে টিজ করেছে  ।

সামসাং ইন্ডিয়া অফিশিয়াল টুইটার আকাউন্টে দুইটি ভিডিও প্রকাশ করেছে টিজ করে । ভিডিওটি তে দেখান হয়েছে full metal unibody হ্যান্ডসেট যার সাথে Octa-core chip এবং লেড ফ্ল্যাশের রেয়ার শুটার ক্যামেরা । তারা আরও প্রকাশ করেছে যে কোম্পানিটা একটা ছোট তথ্য জানাতে চাই, যে গালাক্স্যি ফ্যামিলির সদস্য হিসাবে কাস্টমারেরা কি আসা করে ।

এটা উল্লেখযোগ্য যে আর এক মাসের কম সময়ের মাঝে

গালাক্স্যি এর ৮ম ভার্সন প্রকাশ পেতে যাচ্ছে

গালাক্স্যির পরবর্তী সিরিজের সেটটি বাজারে আসবে ২০ই অক্টবর ২০১৬ ।



Comments