One plus দিওয়ালী উপলক্ষে এক বিশেষ
ব্যাবস্থা করেছে এবং এ সময় কাস্টমাররা ওয়ান প্লাসের পণ্য কিনলে উপহার হিসাবে কিছু
না কিছু পাবে । ভারতে কোম্পানিটি গত সপ্তাহে তাদের এক্সক্লুসিভ অনলাইন স্টোর চালু
করার ঘোষণা দিয়েছে ।
দিওয়ালির এই ওয়ান প্লাস উৎসব অনুষ্টীত হবে ২৪ শে অক্টবর
থেকে ২৬শে অক্টবর ২০১৬, প্রতিদিন দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত । দীর্ঘ
রেজিস্ট্রেসান প্রক্রিয়া পাড়ি দিতে দিতে হবে যেমন- মোবাইল নাম্বার যাচাইকরণ,
যেখানে মোবাইল ডেলিভারি নেবেন সেখানকার ঠিকানা ইত্যাদি। এছাড়া সোশ্যাল মিডিয়া
গুলতে ইভেন্ট শেয়ার করে জিতে নিতে পারেন প্রবেশ টিকেট ।
Comments
Post a Comment