One plus এর জীবন বৃত্তান্ত


One plus এর জন্ম হয় ১৬ ই ডিসেম্বর ২০১৩ ইং সালে। এর উদেশ্য ছিল কম দামে সেরা ফোন দেয়া । যেখানে অন্য কোম্পানিগুলো ভাল মানের Smartphone বাজারে আনতে হিমশিম খাচ্ছিল সেখানে অবশ্যই এটা একটি সাহসি পদক্ষেপ ছিল । কোম্পানির মোটো ছিল “never settle” .  তারা অপ্প কোম্পানি থেকে আলাদা হয়ে ব্যাবসা শুরু করে এবং তারা বলেছিল আমরা শুধু আলাদা হবার জন্য আলাদা হচ্ছিনা, বরং আলাদা কিছু করার জন্য আলাদা হচ্ছি ।

কোম্পানিটি তাদের প্রথম মোবাইল ডিভাইস ওয়ান প্লাস ওয়ান বাজারে ছাড়ে ২০১৪ সালের ২৩শে এপ্রিল । ২০১৪ইং সালের ডিসেম্বারে তারা আমাজানের মাধ্যমে ভারতের বাজারে আসে । কিন্তু মাইক্রম্যাক্সে সে সময় বাজারে আসাতে তাদের বিপনন ব্যাপক ভাবে বাধাগ্রস্থ হয় । দিল্লি হাইকোর্টের একটি নির্দেশে

Comments