One plus নিয়ে গত পর্বে
আমরা সামসাং গ্যালাক্সি এস ৫ এর সাথে একটি পার্থক্য দেখিয়েছিলাম । পার্থক্য দেখানর
কারণ আপনারা নতুন আন্ড্রয়েড ফোন গুলো নিয়ে আপনাদের সাম্যক ধারনা গুলকে আরও specific করা, সময়ের সাথে নিজেকে update রাখা, আপনার কাছে কেউ
পরামর্শ চাইলে একজন আধুনিক মানুষ হিসাবে তাদের পরামর্শ দেয়া ইত্যাদি ।
আজ বন্ধুরা আমরা one plus 3 এবং Samsung Galaxy s7 নিয়ে আলোচনা ও কিছু পার্থক্য দেখাব।
আমরা জানি ওয়ান প্লাস এবং সামসাং তৈরি হয়েছে যথাক্রমে
চায়না এবং দক্ষিন কোরিয়াই । দুটি ফোনই বাজারে দারুন ভাবে মেলে ধরতে সক্ষম হয়েছে ।
নিম্নে ফোন দুইটির প্রধান কিছু পার্থক্য দেখিঃ
ফিচার ও তথ্য
|
ওয়ান প্লাস ৩
|
সামসাং
গ্যালাক্সি এস. ৭
|
Release date
|
June, 2016
|
February,2016
|
Dimensions
|
152.70x
74.70x7.35
|
150.90x72.60x7.70
|
Comments
Post a Comment