দক্ষিন কোরিয়ার প্রস্তুতকারক কোম্পানি Samsung তাদের গ্যালাক্স্যি নোট ৭ এর
গুরুত্বপূর্ণ কোন পরিবর্তন আনতে যাচ্ছে । তাই তারা গ্যালাক্স্যি নোট ৭ ফোনটা বাজার
থেকে তুলে নিচ্ছে । এক রিপোর্টে বলা হয়েছে সামসাং এর কর্মচারীরা তাদের সব স্তরের
ছাঁটাই প্রক্রিয়া নিয়ে বেশ শঙ্কিত ।
বার্তা সংস্থা রইটার্স জানিয়েছে সামসাং এর কর্মচারীদের বার্ষিক
প্রতিবেদন গত ডিসেম্বারে শুরু হয় ।নাম প্রকাশে অনিচ্ছুক সামসাং এর একজন কর্মচারী
জানান
গ্যালাক্স্যি নোট ৭ এর আর্থিক লোকসান ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে
এবং এই ক্ষতি টাকার হিসাবের চেয়েও বড় । হার্ডওয়্যার এর নির্বাহী পদগুলোতে বড় রকম পরিবর্তন আসতে পারে এবং লেবার পর্যায়ের কর্মীদের মধ্যে বড় পরিবর্তন আসতে পারে ।
অসমর্থিত এক সুত্র জানিয়েছে সামসাং কোম্পানি পাহাড় সমান চাপে রয়েছে
কারণ
Comments
Post a Comment