Samsung অফিশিয়ালি তাদের নতুন সামসাং গ্যালাক্সি সি৯ শুধুমাত্র চায়নার বাজারে ছাড়ার ঘোষণা
দিয়েছে । এবং তারা ফোনটার বিস্তারিত ছবির সহকারে অনলাইনে প্রকাশ করেছে । বিষয়টাকে মনে হচ্ছে এটা কোন অন্য
বাজার আমেরিকা , ইউরোপ, এশিয়ার অন্য কোন বাজারে পূর্ব সংকেত না দিয়েই শুধুমাত্র
চায়না বাজার লক্ষ্য করে ছাড়া হয়েছে । আসা করা হচ্ছে ফোনটি সামসাং এর সাম্প্রতিক
দুর্নাম ঘোচাতে অনেকটাই সাহায্য করবে ।
ফোনটি অডিও সাউন্ড পারফরমেঞ্চ বাড়ানোর জন্য Cirrus HiFi Codec ব্যাবহার করা হয়েছে । এমনকি সামসাং তাদের পে সাপোর্ট ব্যাবহার করে NFC( Near field communication) এবং MST (magnetic Secure Transmission) সার্ভিস দিচ্ছে ।
সামসাং গ্যালাক্সি সি৯ প্রো এর বিস্তারিতঃ
·
অপারেটিং সিস্টেমঃ আন্ড্রয়েড ৬.০.১ মারশমেলও ।
·
ডিসপ্লেঃ ৬ ইঞ্চি ফুল HD (1920 x 1080) AMOLED . 2.5D কার্ভড গ্লাস ।
·
প্রসেসরঃ Octa Core Qualcomm স্নাপড্রাগন
৬৫৩ । Adreno 510 GPU
·
র্যামঃ ৬ GB
·
ইন্টারনাল স্টোরেজঃ ৬৪ GB, মাইক্রো এস. ডি. কার্ড ২৫৬ GB সম্প্রসারন
যোগ্য ।
·
।
Comments
Post a Comment