Xiaomi Mi Mix এর শ্রেষ্ঠত্ব কিসের


Xiaomi Mi Mix এর লঞ্চ হয়ে গেছে আজ থেকে চার দিন আগে এবং এখনও তা চায়নার বাজারে সীমাবদ্ধ । এরই মাঝে ফোনটি iphone এবং Google pixel এর থেকে লাইম লাইট কেড়ে নিতে সামর্থ্য হয়েছে। নভেম্বরে তা বিশ্ব বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি ।


এর বড় ফিচারের একটি ৬.৪ ইঞ্চি বডি পুরো সিরামিক দিয়ে তৈরি করা হয়েছে  এবং ৩ দিক bezel ফ্রি । ফোনটির screen to body ratio  হল ৯১.৩ % । যেখানে iphone 7 plus এর ratio ৬৭.৭ % এবং Google pixel XL এর ratio ৭১.২ % । কোম্পানি থেকে জানান হয়েছে  physical earpiece speaker  এবং sensors, top bezel  এর ভেতরেই অন্তর্নিহিত আছে । যা আপনাকে স্মার্টলুক দেবে এবং এই technology  এখনও বাজারে আসেনি ।

সামনের ক্যামেরা রয়েছে সেটটির ওপরের দিকে; Xiaomi  বলছে ক্যামেরাটি অন্য ফোনগুলোর চেয়ে অর্ধেক জায়গা নিয়েছে ।  এছাড়া ১৭.৯ retio এর মতো বিশাল ডিসপ্লে রয়েছে যা iPhone 7 এর চেয়ে

বিস্তারিত

Comments