Xiaomi Mi note 2 এখন বাজারে

Xiaomi নিয়ে গত লেখাতে জানিয়েছিলাম যে Mi note 2 এর দাম প্রকাশ হওয়া মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব । আমি কথা রাখার জন্যই লিখতে বসলাম । গ্যালাক্সি নোট ৭ এর বিকল্প হিসাবে আপনি যদি কোন নোট ব্যাবহার করতে চান তাহলে এ সময়ের সেরা নোট Mi note 2 ব্যাবহার করতে পারেন ।


গতকালই প্রকাশিত হল xiaomi এর চমক Mi note 2  যার বাজার মূল্য রাখা হয়েছে ৳৫৯০ ডলার । বাংলাদেশী টাকায় যার মুল্য প্রায় ৳৪৬৩১৫/-উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ফাঁস হওয়া সংবাদগুলোর সাথে মূল ফোনের কিছুটা অসংগতি আছে, যা ফাঁস হয়েছিল তার চেয়ে অনেক কিছু বেশি রয়েছে নোটটিতে ।  
dual-curved 5.7-inch Snapdragon 821-packing flagship Smartphone এর দাম মধ্যবিত্তদের নাগালেই রয়েছে তাই কোম্পানি আসা করছে এটা তাদের নোটের বাজার ধরতে বেশ সহযোগিতা করবে ।
বাজারে এরই মাঝে তুমুল

বিস্তারিত

Comments