Xiaomi Redmi 3 বাজারে এসেছিল এ বছরের শুরুর দিকে । শাওমির
Redmi 3 এঁর সাফল্য পাবার পর তারা Redmi 4 স্মার্ট ফোন
বাজারে ছাড়ছে ।শাওমির Mi mix ফ্যাবলেট বাজারে আসবে নভেম্বরে । এখন স্মার্ট
ফোনের বাজারে শাওমি আনছে Redmi 4 । আসুন আমারা একনজরে দেখে আসি Xiaomi
Redmi 4 ফোনটির কিছু ফিচার:
Redmi 4 ফোনটিতে থাকছে 3 GB RAM এবং 32 GB
internal storage, এছাড়া ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চি এবং ১০৮০ পিক্সেলের
। নতুন এ হার্ডওয়্যার এর রেয়ার ক্যামেরা হবে 13 Mpx এবং
সেলফি ক্যামেরা হবে 5 Mpx । প্রসেসর octa-core Qualcomm Snapdragon
প্রসেসর সমৃদ্ধ এই ফোনটির কোন specifies এখনও জানান হয়নি । আগের ফাঁস হওয়া খবরে বলা
হয়েছিল ব্যাটারি 4000mAh হবে কিন্তু
এখন জানা গেছে ব্যাটারি হবে 4100mAh।
৩টি রঙ্গের ফোন নিয়ে বাজারে আসছে শাওমি Redmi
4।
ফোনটির মেটাল বডির হবে এবং এর বাজার মূল্য রাখা হবে ৳১৯০ অথবা $১০৫ ডলার ।
Feature
|
Redmi 4
|
Dimensions
|
139.20 x 68.50 x 8.90
|
Weight
|
156 gm
|
Battery
|
3080
mAh
|
Comments
Post a Comment