Android এর Smartphone আমাদের
নিত্যদিনের খুব গুরুত্বপূর্ণ অংশ। ফোন ছাড়া আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি। আর Smartphone এর যে ফিচার আমরা আরও পছন্দ করি সেটা হল এর
ক্যামেরা ফিচার। আজ আপনাদের একটা সুখবর দেবার জন্য এ লেখা।
সবাই বলে এখন সময়
চলছে “সেলফির”। আমাদের দৈনন্দিন চলাফেরা, বিভিন্ন ঘটনা ও সময় কে স্মরণীয় করে রাখি
সেলফির মাধ্যমে। সেলফি কথাটি অর্থ নিজের মতো করে নিজের/নিজেদের ছবি তোলা। সেলফির
জনপ্রিয়তা বুঝতে পেরেই সব Smartphone
কোম্পানি
এখন তাদের ক্যামেরা ফিচরে সেলফি ক্যামেরা উন্নত করছে।
এই ধারাকে সামনে
রেখে মাইক্রোসফট এর মতো Giant
software company স্মার্টফোনে তোলা
সেলফি পিকচার এর মান উন্নয়নে একটি সেলফি ক্যামেরা অ্যাপ উন্মুক্ত করেছে। Android স্মার্টফোন ব্যাবহারকারিরা তাদের তোলা সেলফি ছবিগুলোর মান
উন্নত করতে পারবেন। যদিও apple এর IOS অপারেটিং
সিস্টেম এ বছর খানিক আগেই এই অ্যাপ বাজারে আসে কিন্তু আন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারিদের
জন্য উল্লেখযোগ্য কোন অ্যাপ ছিল না।
Comments
Post a Comment