Android এর সেরা ক্যামেরা ফোনগুলোর মাঝে গতকাল আমরা Moto Z এবং
Moto Z Force নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করবো HTC 10 এবং
LG V 20 নিয়ে।
HTC 10
ক্যামেরা ফোনটির বিশেষ বৈশিষ্ট্য হল এটি
12Mpx ডুয়েল রেয়ার ক্যামেরা এবং এটা Laser Autofocus এবং
Led flash বিশিষ্ট. এটি স্বল্প আলোতেও খুব নিখুত ছবি তুলতে পারে। এই ফোনের ও RAM 4GB যা আপনার ছবি প্রসেস করতে কম সময় নেয়।
LG V20 ক্যামেরা ফোনটির বিশেষ বৈশিষ্ট্য
হল এটি 16Mpx
ডুয়েল রেয়ার ক্যামেরা এবং এটা Autofocus এবং
Led flash বিশিষ্ট। অন্য
ফোনগুলোর মতো RAM 4GB যা ছবিকে দ্রুততার সাথে প্রসেস করতে সাহায্য করে।
পূর্বে বর্ণিত সব ফোন বিস্তারিত
Comments
Post a Comment