Android এর ক্যামেরা (৩য় পর্ব)

Android এর সেরা ক্যামেরা ফোনগুলোর মাঝে গতকাল আমরা Samsung Galaxy S7 এবং Samsung Galaxy S7 edge নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করবো Moto Z এবং Moto Z Force  নিয়ে। 

Z force  ক্যামেরাটির বিশেষ বৈশিষ্ট্য হল এটি 21Mpx ডুয়েল রেয়ার ক্যামেরা এবং এটা Laser Auto focus এবং Led flash বিশিষ্ট. কেউ যদি ফোন কিনতে চায় শুধু ক্যামেরা কে গুরুত্ব দিয়ে তাহলে Moto Z এবং Moto Z Force ফোন দুইটির কোন বিকল্প নাই। 
 

পূর্বে বর্ণিত সব  ফোন এর  ক্যামেরা যে কারনে অন্যদের চেয়ে আলাদা তা হল এটি  স্বল্প আলোতেও খুব নিখুত ছবি তুলতে পারে। আমরা যদি আনুসাংগিক বিষয় আলোচনা করি তাহলে দেখা যাবে RAM 4GB যা ছবিকে দ্রুততার সাথে প্রসেস করতে সাহায্য করে।

Android ফোন Moto Z এবং Moto Z Force এর কিছু specification:

Moto Z:
  • 5.5 inch super Amoled Display with 2560 x 1440 resolution,535ppi
  • 13 Mpx rear camera and 5 Mpx Front camera
  • Quad-Core Qualcomm Snapdragon 820 Processor
  • Android 6.0 Marshmallow
  • 4 GB RAM
  • 32/64GB on board storage, micro SD expansion up to 256 GB
  • Battery non removable 2600mAh

Comments