One plus 3T:
নাম নিয়ে
গত মাসেই বেশ কিছু তথ্য আমরা পায় কিন্তু এটা ছিল বিচ্ছিন্ন যেমন- চায়নিজ গবেষক Jiutang ৮ই অক্টোবর তার Weibo account এ ওয়ান প্লাস কিনতে বারন করেছে কারণ এর পরের ভার্সন খুব জলদেই আসবে বাজারে।৮ই
অক্টোবর একটি অপরিচিত মাধম জানাই যে ওয়ান প্লাস ৩ এর Production বন্ধ করা হয়েছে কারণ ফোনটির Update করা হচ্ছে এবং LCD Display তে পরিবর্তন আনা হচ্ছে।
One plus এর নতুন এবং upgrade ভার্সন
এসেছে আরও Better
processor এবং camera module নিয়ে যার নাম One plus 3T। এর
কিছু ফাঁস হওয়া তথ্য থেকে আমরা একটি সিদ্ধান্তে আসতে পেরেছি যে ফোন টি অবশ্যই ওয়ান
প্লাস ৩ ভার্সনের চেয়ে আরও ভাল হবে।
এর পর ১৩ই অক্টোবর
ওয়ান প্লাস ডিভাইস মডেল নাম্বার A3010 এর অনুমদন নেবার
জন্য CNCA তে (CNCA- Certification and Accreditation Administration of
people’s republic of China ) আবেদন
করে ওয়ান প্লাস। কিন্তু CNCA
এর মডেল
অনুমদন দেয় A3000 হিসাবে।
Comments
Post a Comment