Xiaomi এর নতুন একটি ফোন Redmi 4 বাজারে আসছে দুই দিন পরেই। চায়না বাজারে ফোনটি ৪ই নভেম্বর হতে পাওয়া যাবে বলে কোম্পানিটি তাদের Weibo account এ জানিয়েছে। সম্প্রতি তাদের Mi Mix fablet চায়না বাজারে আসার ১ মিনিটের মাঝে সবগুল বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।
Mi Mix এর bezel-less ফিচার সত্যিই একটি revolution এই ইন্ডাস্ট্রিতে এবং সাথে অনেক ফিচার ত আছেই।Xiaomi এর বেশ কিছু ফোন Device বাজারে আছে এবং অনেক ভাল service দিচ্ছে ফোনগুলি।
অনেকেই ফোনটিকে “The Appale of
Asia” বলছে। Redmi 4A ভার্সনও একসাথে আসছে
বাজারে, যদিও 4A ভার্সন তুলনামূলক কম powefull ।
Comments
Post a Comment