Xiaomi এর উপহার

Xiaomi, Redmi 4 সিরিজের বিভিন্ন ফোন বাজারে আনছে মধ্যবিত্তদের লক্ষ করে। সবার হাতে ভাল মানের Smartphone তুলে দেবার জন্যই তাদের এই প্রয়াস । আসুন সংক্ষেপে জেনে নেই ফোনগুলোর কিছু ফিচারঃ

Redmi 4 (Standard Edition): Redmi 4 এর প্রায় সবগুলো ফিচার Redmi 3 এর কাছাকাছি। Redmi 3 ৫ ইঞ্চি ৭২০ পিক্সেল এর ডিসপ্লে সাথে রয়েছে ২জিবি র‍্যাম এবং ১৬ জিবি internal storage. 13 Mpx ক্যামেরার এই ফোনটিতে আছে auto focus camra এবং 4100mAh ব্যাটারি, processor snapdragon 616 চলা সত্তেও snapdragon 430 দিচ্ছে এই ফোনটিতে, ফোনটিতে সামান্য পরিবর্তন করা হয়েছে fingerprint scanner এ । দাম নির্ধারণ করা হয়েছে ৳১০০ ডলার বাংলাদেশী টাকাই যার পরিমান ৮০০০/- টাকা। 
Redmi 4A: Redmi 4A এর দাম আরও কম করা হয়েছে। ফোন টা দেখতে অনেকটা Redmi 3s এর মতো। ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চি ও ৭২০ পিক্সেল এবং internal configuration হল ২জিবি র‍্যাম এবং ১৬ জিবি internal 

Comments