সময়ের সাথে দেশ আগিয়ে যাচ্ছে এবং টেকনোলোজি ও দ্রুত গতিতে উন্নত হচ্ছে। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশে তৈরি কয়েকটি অ্যাপ নিয়েঃ
বাংলা লিখি : স্মার্ট ফোনে বাংলা ব্যবহার করতে তৈরি হয়েছে এ অ্যাপ্লিকেশন। সহজ ও সুন্দর ইউজার ইন্টারফেসের এ অ্যাপের সাহায্যে ফনেটিকসের মাধ্যমে বাংলা লেখা সম্ভব। অফলাইনে ব্যবহারের সুবিধা সংবলিত এ অ্যাপ্লিকেশনের ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগের সাইটেও বাংলা লেখা শেয়ার করা যাবে।
বাংলাদেশের ছুটি : বাংলাদেশের সরকারি ছুটির তালিকা নিয়ে তৈরি করা হয়েছে এ অ্যাপ্লিকেশন। এতে ২০১৭ সালের সব আবশ্যিক ও ঐচ্ছিক ছুটিকে আলাদা আলাদা করে সাজানো হয়েছে। এ ছাড়া এ ছুটির তালিকার সঙ্গেই আছে ইভেন্ট ক্যালেন্ডার। ফলে ব্যবহারকারী নির্দিষ্ট ছুটির দিনের যে কোনো পরিকল্পনা ওই ক্যালেন্ডারেই যোগ করতে পারবেন। নির্দিষ্ট সময়ে ওই পরিকল্পনাটি মনে করিয়ে দিতে অ্যালার্মের সুবিধাও রয়েছে। পরিকল্পনার সুবিধার্থে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসবভিত্তিক ছুটির তালিকাও রাখা হয়েছে এ অ্যাপ্লিকেশনে।
পুলিশ স্টেশন : Appটির মাধ্যমে বাংলাদেশের পুলিশ স্টেশন সম্পর্কে তথ্য পাওয়া যাবে। ব্যবহারকারী তার ইচ্ছামতো বিভাগ, জেলায় অবস্থিত থানাকে নির্বাচিত করে রাখতে পারবেন। এখান থেকে কোনো থানাকে নির্বাচন করলে সেই থানার বিভিন্ন তথ্য পাওয়া যাবে। মেট্রোপলিটন এলাকার ব্যবহারকারীরা জিপিএসের মাধ্যমে নিজের ও থানার অবস্থান চিহ্নিত করতে পারবেন। এর মাধ্যমে থানায় সরাসরি ফোন করার সুযোগও রাখা হয়েছে।
সংবিধান : বাংলাদেশের সম্পূর্ণ সংবিধানকে এই প্রথমবারের মতো একটি মোবাইল অ্যাপ্লিকেশনে আনা হয়েছে। বাংলা ভাষায় রচিত এ সংবিধান যে কোনো নাগরিকের সংবিধানসংক্রান্ত প্রশ্নের উত্তর দেবে। ব্যবহারকারীর সুবিধার্থে সংবিধানকে অধ্যায়ভিত্তিক সাজানো হয়েছে। সংবিধান সম্পর্কে আগ্রহী যে কারও জন্যই অ্যাপ্লিকেশনটি হতে পারে একটি প্রথম পছন্দ।
বার্ডস : এটি একটি Educational Apps, এর সাহায্যে ছবিসহ বিভিন্ন ধরনের পাখির নাম জানা যাবে। এ ছাড়া এসব পাখির নামের বাংলা ও ইংরেজি উচ্চারণও শোনা যাবে। শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য এ অ্যাপ্লিকেশন অত্যন্ত কার্যকর। বিশেষ করে প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুরা এ অ্যাপন থেকে বিভিন্ন পাখির একটি মৌলিক পরিচিতি লাভ করবে।
Comments
Post a Comment